Site icon Jamuna Television

ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে কাটাবনের একটি প্রেসে অভিযান চালানোর পর ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ কথা জানান।

গোয়েন্দা প্রধান জানান, গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর কাটাবনের একটি প্রিন্টার্স থেকে ৫০ হাজারেরও বেশি লিফলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে, গান পাউডার ও ২০টি ককটেল।

তিনি জানান, এসব গান পাউডার দিয়ে প্রায় ২০০টি ককটেল বানানো যেত। এছাড়া লিফলেটে ৭ জানুয়ারির নির্বাচনে যাতে কেউ না যায় , সেসব তথ্য প্রচার করছিল। যা রাষ্ট্র, সংবিধান ও দেশ বিরোধী কাজ। এসব কাজে আরও যারা যুক্ত আছে, তাদেরও গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

আরএইচ/এটিএম

Exit mobile version