Site icon Jamuna Television

এভারটনকে হারিয়ে শীর্ষ চারে ম্যান সিটি

পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসে এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ চারে ফিরেছে সিটিজেনরা।

গুডিসন পার্কে লাগাতার আক্রমণে এভারটনকে কোণঠাসা করে রাখে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ২৯ মিনিটে আচমকা আক্রমণে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাকনেইলের অ্যাসিস্ট থেকে এভারটনকে ১-০ গোলের লিড এনে দেন হ্যারিসন। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় এভারটন।

বিরতির পর ম্যান সিটি ফেরে স্বমহিমায়। ৫৩ মিনিটে ফিল ফোডেনের গোলে সমতায় ফেরে অতিথি দলটি। ১১ মিনিট পর হুলিয়ান আলভারেজের স্পট কিক থেকে ২-১ গোলে এগিয়ে যায় গার্দিওলা বাহিনী। আর, ৮৬ মিনিটে বার্নার্দো সিলভার ফিনিশিংয়ে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় ম্যানসিটির।

এই জয়ে লিগে ১৮ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে গার্দিওলার দল। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আর ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাস্টন ভিলা।

পাঁচ নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৬। অপরদিকে, ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে এভারটন।

/এএম

Exit mobile version