Site icon Jamuna Television

আবারো উত্তাল কাতালুনিয়া

স্বাধীনতার দাবিতে আবারও উত্তাল কাতালুনিয়া। স্পেন থেকে বিচ্ছেদের দাবিতে হওয়া গণভোটের একবছর পূর্তিতে রাস্তায় নামেন প্রায় ২ লাখ মানুষ।

রাজধানী বার্সেলোনায় আঞ্চলিক পার্লামেন্ট এবং স্প্যানিশ পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ করেন তারা। এসময়, স্বাধীনতাকামী কাতালুনিয়ার পতাকা ওড়ানোসহ কেন্দ্রীয় সরকারবিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়েন। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি রাবার বুলেট ছোঁড়ে।

গেলো বছর, অক্টোবরের ১ তারিখ স্পেন থেকে স্বাধীনতা লাভের দাবিতে গণভোট হয় স্বায়ত্ত্বশাসিত কাতালুনিয়ায়। যাতে, জয় নিশ্চিতের পর ২৭ তারিখ স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট কালোর্স পিজমন্ট। এরপরই, সাংবিধানিক নীতিমালা প্রয়োগ করে সরাসরি এলাকাটির নিয়ন্ত্রণ নেয় মাদ্রিদ প্রশাসন।

Exit mobile version