Site icon Jamuna Television

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর লড়ি উল্টে রেল চলাচল বিঘ্নিত

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিজয়পুরে রেলক্রসিংয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী লড়ি উল্টে ২টি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২ ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ট্রেন চলাচল। এ ঘটনায় কোনো হতাহত না হলেও লড়ির নিচে চাপা পড়ে পিস্ট হয়ে যায় দুটি সিএনজি চালিত আটোরিকশা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, সকালে লড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ে উপর দুটি সিএনজিকে চাপা দেয়। ফলে ঢাকা থেকে চট্টগ্রাম গামী রেললাইনটিতে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সোয়া ৯টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয়। এরপর আবারও রেল চলাচল স্বাভাবিক হয়।

এসজেড/

Exit mobile version