Site icon Jamuna Television

সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের

ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিতের নির্দেশ দিয়েছেন কিম জং উন। সমরাস্ত্র ও পরমাণু অস্ত্র খাতকেও তৈরি রাখতে বলেন দেশটির সর্বোচ্চ নেতা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেআরটি প্রচার করে কিম এর এ কথা। খবর রয়টার্সের।

কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণ ঠেকাতে এমন পদক্ষেপ নেয়ার কথা বলেন উত্তর কোরীয় নেতা। বুধবার (২৭ ডিসেম্বর) দেশের নতুন বছরের নীতি-নির্ধারণ ইস্যুতে কর্মকর্তাদের সাথে বিশেষ বৈঠক করেন কিম। সাম্রাজ্যবাদবিরোধী দেশগুলোর সাথে কৌশলগত সহযোগিতা জোরদারের কথা বলেন তিনি।

সম্প্রতি রাশিয়াসহ কয়েকটি দেশের সাথে সম্পর্কোন্নয়নে গুরুত্ব দিচ্ছে পিয়ংইয়ং। ওয়াশিংটনের অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরঞ্জাম দিয়েছে উত্তর কোরিয়া। বিনিময়ে পিয়ংইয়ংয়ের সামরিক সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে মস্কো।

/এএম

Exit mobile version