Site icon Jamuna Television

২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য আগামী ২২ দিন (১ অক্টোবর-২২ অক্টোবর) মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়। এই সময় মা ইলিশ সাগর থেকে নদীর মোহনায় এসে ডিম ছাড়ে। একটি বড় ইলিশ ২৩ লক্ষ পর্যন্ত ডিম ছাড়তে পারে।

৬টি স্থানে মা ইলিশ ডিম বেশি ছাড়ে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়। স্থানগুলো- মনপুরা ও তজুমুদ্দিনের সৈয়দ আওলিয়া এলাকার মোহনা, সন্দীপের দক্ষিণে অবস্থিত কালির চর এলাকা, নিঝুম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত মৌলভির চর এলাকা, চর ফ্যাশনের চালচর দ্বীপ এলাকা, উত্তর কুতুবদিয়া দ্বীপ সংলগ্ন উপকূল এলাকা ও কলাপাড়ার লতা চাপালি এলাকা।

নির্ধারিত সময়ের মধ্যে ইলিশ আহরণের পাশাপাশি দেশব্যাপী বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। কোন ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইনে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের সাজা হতে পারে।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version