Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় আবারও ৬.২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় আবারও ৬ দশমিক ২ মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা- USGS’র মতে, মঙ্গলবার ভোরের এই কম্পনের উৎপত্তিস্থল ফ্লোরস দ্বীপ।

মাত্র ৪ দিন আগেই, ভূমিকম্প-সুনামিতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির সুলাভেসি দ্বীপ। দুর্গত এলাকার ১ লাখ ৯১ হাজার মানুষের জন্য জরুরি ভিত্তিতে সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, এদের মধ্যে ৪৬ হাজার শিশুসহ ৬০ হাজার মানুষের অবিলম্বে খাদ্য বা চিকিৎসা সেবা প্রয়োজন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাণ হারিয়েছেন অন্তত ১৩শ’ মানুষ। যাদের প্রায় অর্ধেককে পরিচয় নিশ্চিতের পর গণকবর দেয়া হয়েছে।

উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছেন আরও কয়েকশ’ মানুষ। সময় গড়ানোর সাথে-সাথে কমছে তাদের জীবিত উদ্ধারের আশা। দুর্গম ডংগোলা শহরের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে সবধরণের যোগাযোগ ব্যবস্থা।

Exit mobile version