Site icon Jamuna Television

ময়মনসিংহে দুই হাতে দুই পিস্তল উঁচিয়ে মিছিল

ময়মনসিংহ-৯ আসনে দুই হাতে দুই আগ্নেয়াস্ত্র (পিস্তল) নিয়ে মিছিল করেছে এক যুবক। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের এক মিছিলে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের এ ঘটনা ঘটে।

অস্ত্রধারী ওই যুবকের পরিচয়ও পেয়েছে যমুনা টেলিভিশন। তার নাম মো. ওয়াহিদুজ্জামান তানভীর (২২)। সে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, ময়মনসিংহ-৯ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সমর্থক ওই যুবক। বুধবার সন্ধ্যায় প্রতিদিনের মতো লোকজন নিয়ে নির্বাচনী ক্যাম্পের দিকে যায় একদল যুবক। যাদের মধ্যে সামনেই ছিলেন তানভীর। সে সময় তার দুই হাতে দুটো অস্ত্র দেখা যায়। যা তিনি বারবার উঁচিয়ে ধরছিলেন।

মিছিলে ‘নৌকা’ স্লোগানের পাশাপাশি ‘তানভীর ভাই’ বলেও স্লোগান দিতে শোনা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলেও জানায় এলাকাবাসী।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।

এর আগে গত ২৬ ডিসেম্বর ওই আসনে নৌকার টিকেট পান আব্দুস সালাম। তবে ঋণখেলাপির অভিযোগ এনে সালামের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদ খান। আপিলের শুনানিতে সালামের প্রার্থিতা বাতিলও করেছিল নির্বাচন কমিশন।

তবে প্রার্থিতা ফিরে পেতে পরে উচ্চ আদালতে আবেদন করেন তিনি। ওই আবেদনের শুনানিতে আবারও প্রার্থিতা ফিরে পান আব্দুস সালাম। তিনি ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন।

/এমএইচ

Exit mobile version