Site icon Jamuna Television

৫ মাসে নগদ টাকার প্রবাহ কমেছে ৩৯ হাজার কোটি

ডলার সংকটে উচ্চ মূল্যস্ফীতির চাপ দিন দিন বেড়েই চলছে। এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচন নীতি অবলম্বন করছে বাংলাদেশ ব্যাংক। ক্রমান্বয়ে দেশের মুদ্রাবাজারে নগদ টাকার প্রবাহ কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৩৯ হাজার কোটি টাকা নগদ প্রবাহ কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

চলতি বছরের জুনে দেশে মোট নগদ টাকার পরিমাণ ছিল ৩ লাখ ১১ হাজার ৯৪৭ কোটি টাকা। গত অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৭ কোটি টাকা।

ব্যাংকারদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে দেশে টাকার প্রবাহ কমে যাচ্ছে। এতে মুদ্রাবাজারে অর্থের সংকট দেখা দিচ্ছে। যার প্রভাব পড়ছে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায়।

এদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সংকোচন নীতিতে রয়েছে। সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার বিক্রি করছে। এতে মুদ্রাবাজার থেকে অর্থ ধীরে ধীরে বাংলাদেশ ব্যাংকে চলে আসছে।

/এমএন

Exit mobile version