Site icon Jamuna Television

ফের হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

ফাইল ছবি

হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ১০ ডিসেম্বর নিবন্ধনের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জানুয়ারির মধ্যে ২ লাখ ৫হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। এছাড়া প্যাকেজের পুরো টাকা পরিশোধ করেও চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন হজ যেতে ইচ্ছুকরা। তবে প্রাথমিক নিবন্ধন করলে ২৯ ফেব্রুয়ারির মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, মন্ত্রণালয়ের হিসেব মতে, এবার হজে যেতে সরকারিভাবে ২ হাজার ৯৫২ জন এবং বেসরকারিভাবে ২২ হাজার ৯৬১ জন ইতোমধ্যে নিবন্ধন করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গতবারের মতো আগামী বছরও এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাবেন।

/এনকে

Exit mobile version