Site icon Jamuna Television

মাশরাফীর রেকর্ড এখন তরুণ হাবিবুরের

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী ব্যাটার হাবিবুর রহমান সোহান। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই কীর্তি গড়েন তিনি। এই রেকর্ড গড়ার পথে তিনি ভেঙেছেন সাবেক অধিনায়ক মাশরাফীর।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের হয়ে ২০২ রানের লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমেছিলেন সোহান। শুরু থেকেই মারকুটে শুরু করেন সিরাজগঞ্জের এই ছেলে। সিঙ্গেল নিয়ে ৪৯ বলেই পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬১ বলে ১১৭ রানের ইনিংসে খেলেন তিনি। সেঞ্চুরির সুবাদে জয় পেয়েছে তার দলও।

দুর্দান্ত ইনিংসটি খেলার পথে তিনি নয়টি করে ছয় ও চার মারেন। তিনি এদিন ভেঙেছেন ২০১৬ সালে মাশরাফীর ৫০ বলে করা সেঞ্চুরির রেকর্ড। ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগানের বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন সাবেক টাইগার ক্যাপ্টেন।

/এনকে

Exit mobile version