Site icon Jamuna Television

নির্বাচনের পর নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে না সরকার: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি।

নির্বাচনের পর কোনো নিষেধাজ্ঞা আসবে কি না, তা এখন ভাবছে না সরকার। আপাতত লক্ষ্য সুষ্ঠু ভোট, এরপরও কেউ নিষেধাজ্ঞা দিলে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক রিপোর্টারদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, নিষেধাজ্ঞা নিয়ে এখনই চিন্তিত বা ভীত হবার কিছু নেই। বিদেশি কাউকে সন্তুষ্ট করার জন্য নির্বাচন হচ্ছে না। বিশেষ কোনো দেশ স্বীকৃতি দেবে কি না সেটিও বড় কোনো বিষয় নয়।

এ সময় পররাষ্ট্র সচিব আরও জানান, সরকারকে জানিয়েই ছুটিতে ভারতে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও বৃটিশ হাইকমিশনার সারাহ কুক।

মাসুদ বিন মোমেন বলেছেন, দেড় দশকে উন্নত দেশগুলোর কাছে ঋণগ্রহীতা থেকে তাদের অংশীদার হয়েছে বাংলাদেশ। আর বিদায়ী বছরে জাতিসংঘসহ বিভিন্ন বহুজাতিক ফোরামে ভোটে বাংলাদেশের বিজয়কে বড় অর্জন হিসেবে দেখতে চান তিনি।

/এমএন

Exit mobile version