Site icon Jamuna Television

কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রচারে কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আওয়ামী লীগ সভাপতি হিসেবে তার এই সফর। তবুও দক্ষিণাঞ্চলের উন্নয়নে তার কাছে দাবি অনেক। বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। জনসভা সফল করতে মাঠে তৎপর নেতাকর্মীরা।

দলের মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে গেলো কয়েক মাসে জল কম ঘোলা হয়নি দক্ষিণাঞ্চলের রাজনীতিতে। তবে সভানেত্রীর প্রশ্নে সব নেতারা এক টেবিলে। শেখ হাসিনাকে বরণ করতে চলছে জোর প্রস্তুতি।

দলীয় সভানেত্রীর বরিশাল সফর উপলক্ষে উচ্ছ্বসিত দক্ষিনাঞ্চলের নেতাকর্মীরা। চার দিকে সাজ সাজ রব।

বর্তমান সরকারের ১৫ বছরে দক্ষিণাঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে ব্যাপক। এবার অর্থনৈতিক উন্নয়নের জন্য নানা দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

এদিকে শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এটিএম/

Exit mobile version