Site icon Jamuna Television

প্রচারণায় গিয়ে কর্মীদের মিষ্টি খাওয়ার টাকা দিলেন শিল্পমন্ত্রী

নরসিংদীতে প্রচারণা শেষে কর্মীদের টাকা দিয়ে সমালোচনার মুখে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এক উঠান বৈঠক শেষে তিনি কর্মীদের ‘মিষ্টি খাওয়ার’ টাকা দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসন থেকে নৌকা প্রতীক নিয়ে মাঠে আছেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরুল মজিদ মাহমুদ তার কর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন মিছিল করার জন্য। তিনি এলাকার অনেক উন্নয়ন করেছেন বলেও উল্লেখ করেন। বলেন, প্রচারণা নিয়ে অনেক ব্যস্ত তিনি। ভোটের আগে আর আসতেও পারবেন না। ভবিষ্যতে সরকার গঠন করলে আর মন্ত্রী হলে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

কথা বলার এক পর্যায়ে ব্লেজারের পকেটে হাত দেন শিল্পমন্ত্রী। বের করেন কয়েকটা নোট। তা তুলে দেন পাশে থাকা এক নেতার হাতে। বলেন, মিছিলে যারা গিয়েছিলেন, তাদের মিষ্টি খাওয়ার জন্য এ টাকা দিলেন।

সঙ্গে সঙ্গে ওই নেতা টাকা গোনা শুরু করেন। পরে তিনি মিষ্টি আনার জন্য টাকা তুলে দেন আরেক জনের হাতে।

টাকা দেয়ার খবরে কর্মীদের মধ্যে শোরগোল পড়ে যায়। মিষ্টি আনা হচ্ছে, এমন খবরে উচ্ছ্বসিতও হয়ে ওঠেন তারা।

এদিকে, প্রকাশ্যে প্রচারণায় এমন টাকা দেয়ার খবর ছড়িয়ে পড়লে সমালোচনাও করেন অনেকে। বলেন, এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। দায়িত্বশীল একজন প্রার্থী কোনোভাবেই এ কাজ করতে পারেন না।

/এমএমএইচ

Exit mobile version