Site icon Jamuna Television

রাজবাড়ীতে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সদর উপজেলার খানখানাপুর রেলগেট ও মধুখালী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলো, শেরপুর জেলা সদরের কালী বাজার বটতলার মো. নিজামুল হকের ছেলে মো. রাতুল হক ও শাপমারী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে মেহেদী হাসান মুন্না।

রাজবাড়ী ডিবি পু‌লি‌শের ও‌সি মো. মনিরুজ্জামান খান বলেন, খানখানাপুর রেলগেট এলাকা থেকে রাতুল‌কে প্রথমে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ফরিদপুর জেলার মধুখালীতে অভিযান চালিয়ে অস্ত্র সরবরাহকারী মুন্নাকে গ্রেফতার ক‌রা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ব‌লেও জানান তি‌নি।

/এনকে

Exit mobile version