Site icon Jamuna Television

ভোট পর্যবেক্ষণে দেশি-বিদেশি কত পর্যবেক্ষক থাকছে

দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। তাদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন।

এছাড়া, ইসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সারাদেশে এবারের ভোট পর্যবেক্ষণ করবেন দেশীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক।

চব্বিশের ভোটের সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দেয়া এক চিঠিতে পর্যবেক্ষকের তালিকা চূড়ান্ত করার বিষয়টি উল্লেখ করে ইসি। তাতে জানানো হয়, কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে। মোট ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষণ করবে।

উল্লেখ্য, ইসির নিবন্ধনে বর্তমানে ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা রয়েছে।

/এমএন

Exit mobile version