Site icon Jamuna Television

নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণকে সাধুবাদ মার্কিন দূতাবাসের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর বিষয়টিকে গুরুত্ব দিয়ে এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টার এবং বাংলাদেশী জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) নির্বাচনী দায়িত্বপালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইএমকে সেন্টারের কেনেডি হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৫০ জনের বেশি স্থানীয় এবং আন্তর্জাতিক সাংবাদিককে সম্ভাব্য সংকটপূর্ণ পরিস্থিতি পার করার প্রয়োজনীয় তথ্য এবং কৌশল সম্পর্কে ধারণা দেয়া হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি কাউন্সেলর স্টিফেন এফ. ইবেলি বলেন, ‘আপনারা এক মহান পেশায় নিয়োজিত আছেন, এবং সারা বিশ্বে ক্রমবর্ধমানভাবে এটি কঠিনতর এবং আরও বিপজ্জনক পেশা হয়ে উঠছে,

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা সর্বত্র তথ্য, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক প্রতিবেদনের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভূমিকা এখন আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ।’

কর্মশালায় বিজেআইএম বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের সাথে ঝুঁকি মূল্যায়ন, ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা, ডিজিটাল নিরাপত্তা, এবং যোগাযোগ কৌশলের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য আমেরিকান স্পেস হিসাবে ইএমকে সেন্টার যুক্তরাষ্ট্র দূতাবাস এবং এর স্থানীয় অংশীদারদের মধ্যে শক্তিশালী সহযোগিতার প্রমাণ হয়ে উঠেছে, যা একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং আন্ত:সাংস্কৃতিক সংলাপকে উন্নীত করার জন্য এক অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

এএস/

Exit mobile version