Site icon Jamuna Television

‘বিএনপি নেতারা ২০১৪ সালের মতোই নাশকতার পরিকল্পনা করছে তাই পুলিশের মামলা’

বিএনপি নেতারা ২০১৪ সালের মতোই নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য জেনেই পুলিশ মামলা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাম্যবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এমন্তব্য করেন।

বিএনপি নেতারা যদি নিরপরাধ হন তাহলে তাদের আদালতে গিয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান ওবায়দুল।
তিনি বলেন, আওয়ামী লীগ চায় অর্থবহ নির্বাচন। ফাঁকা মাঠে গোল দেয়ার কোন চিন্তা নেই বলেও জানান তিনি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জাতীয় ঐক্য চায় বলেও জানান ওবায়দুল কাদের।

Exit mobile version