Site icon Jamuna Television

গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত, বহু হতাহত

গাজার আজ-জাওয়ায়দায় ইসরায়েলের হামলার পর আহত এক শিশুকে সরিয়ে নিচ্ছে ফিলিস্তিনিরা। ছবি: এপি

আড়াই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি নৃশংসতা। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে আগ্রাসনে মিলেছে বিপুল হতাহতের খবর। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাতে রাফা অঞ্চলের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালানো হয়। তাতে নিহত হয়েছেন অন্তত ২০ ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচেও চাপা পড়ে আছেন বহু মানুষ। গেল কয়েকদিন ধরেই ইসরায়েলের টার্গেট বুরেজি, নুসেইরাত, মাজাহারি শরণার্থী শিবির। সেই ধারাবাহিকতায় মাজাহারি শরণার্থী শিবিরে ফের ব্যাপক গোলাবর্ষণ করেছে দখলদাররা। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) খান ইউনিসের আল আমাল হাসপাতালে এক সপ্তাহের মধ্যে পঞ্চম দফা হামলা চালায় ইসরায়েলি সেনারা। প্রাণহানি ঘটে অন্তত ১০। গুরুতর আহত হন আরও ১০ জন।

এদিকে, মধ্যাঞ্চল থেকে দেড় লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে চালানো হচ্ছে ভয়াবহ আগ্রাসন। আল জাওয়ায়দায় বেসামরিক ভবনে হামলায় অন্তত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ২১ হাজার ৩’শ ছাড়িয়েছে। আহত আরও ৫৫ হাজারের ওপর। নিহতদের মধ্যে সাড়ে আট হাজারের বেশিই শিশু।

/এএম

Exit mobile version