Site icon Jamuna Television

লাইবেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪০

ছবি: ফেসবুক

লাইবেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গুরুতর আহত হয়েছেন আরও ৮৩ জন।

জানা গেছে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানী থেকে ১৩০ কিলোমিটার দূরে টটোটা শহরে উল্টে যায় গ্যাসোলিন ভর্তি একটি ট্রাক। এসময় জ্বালানি সংগ্রহে ঘটনাস্থলে ভিড় করে স্থানীয় বাসিন্দারা। অনেকেই বালতি, ক্যান নিয়ে উঠে যায় ট্যংকারের ওপর। এসময় আকস্মিক বিস্ফোরিত হয় যানটি। ঘটে বিপুল হতাহতের ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। আগুনের মাত্রা এতোটাই ভয়াবহ ছিলো যে, নিহত অনেকের দেহাবশেষও শনাক্ত করা সম্ভব হয়নি। দেয়া হয়েছে গণকবর। আহতরা সবাই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। প্রাণহানি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এএম

Exit mobile version