Site icon Jamuna Television

আরেক অঙ্গরাজ্যে নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার অযোগ্য ঘোষণা করেছে মেইন অঙ্গরাজ্য।

রাজ্যের শীর্ষ নির্বাচনী কর্মকর্তা জানান, প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে ট্রাম্পকে। ফলে প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়নের লড়াইয়ে অংশ নিতে পারবেন না তিনি।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিদ্রোহ সংক্রান্ত ধারার কথা উল্লেখ করে বলা হয়, সহিসংতায় নেতৃত্ব দেয়ার কারণে নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারিয়েছেন তিনি। যদিও ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা আবেদন করা হবে।

এর আগে কলোরাডো রাজ্যেও একই কারণে অযোগ্য ঘোষণা করা হয় ট্রাম্পকে।

এটিএম/

Exit mobile version