Site icon Jamuna Television

উপকূলীয় ৪৩ ইউনিয়নে কোস্ট গার্ড মোতায়েন

নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর ২০২৩) বিকেলে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

খন্দকার মুনিফ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে উপকূলীয় ৪৩টি ইউনিয়নে কোস্ট গার্ড মোতায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মতো নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় আগামী ১০ জানুয়ারি পর্যন্ত উপকূলীয় এলাকাগুলোতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে তারা।

/এনকে

Exit mobile version