Site icon Jamuna Television

কৃষ্ণ সাগরে পণ্যবাহী জাহাজে রাশিয়ার মাইন হামলা

ছবি: বিবিসি

কৃষ্ণ সাগরে একটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে রাশিয়ার মাইন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানায় ইউক্রেন কর্তৃপক্ষ। খবর বিবিসির।

বুধবারের মাইন হামলায় পানামার পতাকাবাহী জাহাজটির দুই ক্রু আহত হয়েছে। আহতদের ইউক্রেনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাজটি শস্য নিয়ে দানিয়ুব নদীর বন্দরে যাচ্ছিল।

কর্তৃপক্ষ জানায়, মাইন বিস্ফোরণের পর জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। এতে জাহাজের উপরের অংশ আগুন ধরে যায়। এছাড়া জাহাজটিকে মেরামতের জন্য বন্দরে নিয়ে যাওয়ার জন্য একটি অপারেশন চলছে বলেও জানায় তারা।

ইউক্রেনের অভযোগ, সম্প্রতি রাশিয়া শিপিং অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে। তবে, পণ্যবাহী জাহাজে হামলার দায় এখনও স্বীকার করেনি রাশিয়া।

/আরএইচ

Exit mobile version