Site icon Jamuna Television

লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত

নেপালের সাবেক অধিনায়ক ও লেগ স্পিনার সন্দীপ লামিচানের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে আদালত। ফলে কারাদণ্ড পেতে চলেছেন ২৩ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

কাঠমান্ডুর জেলা আদালতে শীঘ্রই এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। বিচারপতি শিশির জানিয়েছেন, ধর্ষণের সময় ভুক্তভোগী নাবালিকা ছিলেন না।

এর আগে ২০২২ সালের ২১ আগস্ট কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি হলে গ্রেফতার হন তিনি। চার মাস কারাভোগ করেন সাবেক এই নেপাল অধিনায়ক।

পরবর্তীতে ১৫ হাজার ৩০০ ডলারের বিনিময়ে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় লামিচানেকে।

গ্রেফতারের পর নেপাল ক্রিকেট বোর্ড থেকে নিষিদ্ধ করা হয়েছিল লামিচানেকে। তবে জামিন পেয়ে নেপালের হয়ে আবারও মাঠে নামেন লামিচানে। তবে শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিপাকে তার ক্রিকেটীয় ক্যারিয়ার।

উল্লেখ্য, ২০১৮ সালে অভিষেকের পর ৫১টি ওয়ানডে ও ৫২টি-টোয়েন্টি খেলেছেন লামিচানে। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২১০টি। অভিযুক্ত হওয়ার আগে বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই তিনি ছিলেন নিয়মিত মুখ। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল ও সিপিএলে তাকে নিয়মিত অংশগ্রহণ করতে দেখা যেত।

/এমএইচ

Exit mobile version