Site icon Jamuna Television

যশোরে প্লট ব্যবসায়ী সমিতির নেতার ২ পা কুপিয়ে প্রায়বিচ্ছিন্ন

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় যশোরে প্লট ব্যবসায়ী সমিতির নেতা ও মাদরাসা শিক্ষকের দুই পা কুপিয়ে প্রায়বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। হামলার শিকার আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেককে (৫৫) মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার আরবপুর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, শুক্রবার এশার নামাজের পরে আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে থেকে আব্দুল মালেক ধরে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৭-৮জন। এই সন্ত্রাসীরা আইডিয়াল সিটি মালিক সমিতির কাছে চাঁদা দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। চাঁদা না দেয়ায় তারা আমাদের প্লটে বসে মাদক সেবন এবং স্থানীয়দের বিরক্ত করতো। এজন্য আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালেক থানায় মামলা করেন। মামলা করার কারণে তাকে ধরে নিয়ে যেয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই পা কুপিয়ে প্রায়বিচ্ছিন্ন করেছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতীম বলেন, তার দুই পায়ে একাধিকবার এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। ফলে তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ সামান্য জোড়া লেগে আছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বলেন, আব্দুল মালেক নামে একজনের দু’পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ উদঘাটন ও হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।

এটিএম/

Exit mobile version