Site icon Jamuna Television

সামাজিক অর্থনীতি গড়ে তোলা হবে জানিয়ে জাসদের ইশতেহার ঘোষণা

এলজিবিটি, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স, অ্যাসেক্সসুয়াল জনগোষ্ঠীর প্রতি বৈষম্য বন্ধে জাতীয় নীতিমালা প্রণয়নসহ সাত দফা সামনে রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাসদ। ইশতেহারে মোট ৭ দফার অধীনে ৬৩টি উপধারা রাখা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার।

শিরিন আখতার বলেন, লুটেরা ও দুর্নীতিবাজদের, বাংলাদেশ জন্মশত্রুদের মূল উৎপাটন করে আইনের শাসন নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। শিরিন আখতার বলেন, তথাকথিত মুক্তবাজার অর্থনীতির বদলে সংবিধানের আলোকে সামাজিক অর্থনীতি গড়ে তোলা হবে।

ইশতেহারে বলা হয়েছে, অনির্বাচিত ও তত্ত্বাবধায়ক সরকার যেন কখনও সংবিধানে ফিরে না আসে সে জন্য আইন প্রবর্তন করা হবে। বৈষম্য দূর করে সকলের জন্য সাম্যের সমাজ কায়েম করা হবে বলে জানানো হয় ইশতেহারে।

এটিএম/

Exit mobile version