Site icon Jamuna Television

মাগুরায় সাকিবের প্রচারণা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাগুরা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার পাশাপাশি মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন নৌকা প্রার্থী সাকিব আল হাসান। শনিবার (৩০ ডিসেম্বর) মাগুরা সরকারি বালক বিদ্যালয় প্রাঙ্গনে সাকিব ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।

এদিন সকাল ১০টা থেকে শুরু হর ফ্রি মেডিকেল ক্যাম্প। দুপুরে সেখানে যান সাকিব। দেখা করেন
মেডিকেল ক্যাম্পে আসা রোগীদের সাথে। মতবিনিময় করেন দায়িত্বরত ডাক্তারদের সাথেও।

জানা গেছে, আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় বিশ জন ডাক্তার রোগী দেখেছেন। এ সময় বিনামূল্যে ঔষধ বিতরণও করেন তারা। আর বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা ও ওষুধ পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোগীরা।

এর আগে সকালে মাগুরা শহরের কলেজ পাড়ায় এক উঠান বৈঠকে বক্তব্য দেন মাগুরা- ১ আসনের
নৌকা প্রার্থী সাকিব আল হাসান। এসময় জেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

/এমএইচ

Exit mobile version