Site icon Jamuna Television

বাজারে নতুন আলু, কিন্তু কমেনি দাম

মৌসুম শুরু হওয়ার পর বাজারে এসেছে নতুন আলু। যোগান কমেছে পুরোনো আলুর। তবুও দাম কমছে না। সাধারণত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাজারে নতুন আলু আসে এবং এরপর দাম কমতে শুরু করে।

এবার উল্টো চিত্র। গত বছরের এই সময়ে আলুর দাম ছিল প্রতি কেজি ১৬ থেকে ২২ টাকা। রাজধানীর পাইকারি বাজারে মানভেদে আলুর কেজি ৬০ টাকা। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকার মধ্যে। তবে পাড়া-মহল্লার দোকানে দাম কিছুটা বেশি।

দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় যোগান কমেছে। হিমাগার ও কৃষক পর্যায় থেকে চাহিদা অনুযায়ী আলু আসছে না।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, ডিসেম্বর মাসের শুরুর দিকে হিমাগারে থাকা পুরোনো আলু শেষ হয়ে যায়। নতুন আলু বাজারে আসতে শুরু করে। প্রথম কিছুদিন এর দাম বেশি থাকে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে আলুর দাম কমতে শুরু করে। তবে এবার আগাম ফলন কিছুটা ব্যাহত হওয়ায় দাম কমছে না।

/এমএন

Exit mobile version