Site icon Jamuna Television

রাজশাহী কারাগারে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহী নগরীর দামকুড়া থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল লতিফ (৬৬) মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তিনি মারা যান। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে গত ১৮ ডিসেম্বর জামায়াতের এই নেতাকে কারাগারে পাঠানো হয়।

দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী নগর আমির ড. মাওলানা কেরামত আলী এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল এক বিবৃতিতে বলেন, কারাগারে যাবার পর কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত হাজতি থাকায় অসুস্থ হয়ে পড়েন জামায়াত নেতা লতিফ। অসুস্থ হয়ে বিছানায় প্রস্রাব-পায়খানা করতেন। শনিবার সকালে তিনি কারাগারেই মারা যান।

বিবৃতিতে তারা আরও বলেন, একজন নিরাপরাধ ও প্রবীন অসুস্থ মানুষকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। এটি এক ধরনের হত্যাকাণ্ডের শামিল। এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এ বিষয়ে রাজশাহীর ডেপুটি জেলার একরামুল হক বলেন, তিনি অসুস্থ্য থাকায় শুক্রবার প্রিজন সেলে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

/এনকে

Exit mobile version