Site icon Jamuna Television

অপারেশন টেবিলে বাহুবলী ২ দর্শন!

আমরা সিনেমা দেখার সময় কি করি, পপকর্ণ খাই, বন্ধুরা মিলে সবাই এক সাথে হলে যাই। আড্ডা দিতে দিতে সিনেমা দেখি। কিন্তু অপারেশন থিয়েটারে শুয়ে সিনেমা দেখিছি? হ্যা, গত সপ্তাহে এরকম ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্তর জেলাতে।

৪৩ বছরের বিনয়া কুমারী ব্রেন টিউমারে আক্রান্ত। ডাক্তাররা জানালো, এই টিউমার অপারেশন করা জটিল। কারণ অপারেশনের সময় রোগীকে থাকতে হবে সচেতন ও সজাগ থাকতে হবে। যাকে বলা ‌”অ্যাওয়াক ব্রেইন সার্জারি”। আর এই অপারেশন করতে ডাক্তাররা নেয় এক অনন্য সিদ্ধান্ত। সার্জারির সময় রোগীকে দেখানো হবে ব্লকবাস্টার অ্যাকশন মুভি ‘বাহুবলী ২’। যাতে করে রোগীর মস্তিস্ক পূর্ণমাত্রায় সজাগ থাকে।

৩ ঘণ্টা ১৭ মিনিটের সিনেমা শেষ হবার আগেই সফলভাবে শেষ হয় বিনয়া কুমারীর ব্রেইন সার্জারি।

টিবিজেড/

Exit mobile version