Site icon Jamuna Television

পঞ্চগড়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বক্কর সিদ্দিক (৪৩) নামের সৎ ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে খুন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ দানেশ (৫৩)। তারা ওই এলাকার মৃত খতির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে। সেই জেরেই কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে আবু বক্বর সিদ্দিক তার বড় ভাই দানেশকে আঘাত করে। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে মৃত্যু হয় তার।

বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনকে আটক করা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এটিএম/

Exit mobile version