Site icon Jamuna Television

সাকিবপত্নী শিশিরের বয়স ২০!

ক্রিকেটার সাকিব আল হাসান যেমন জনপ্রিয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরও বেশ নামকরা। এরইমধ্যে তাদের ঘর আলো করে এসেছে তিনটি সন্তান। কিন্তু শুনলে কি অবাক হবেন, শিশিরের বয়স মাত্র ২০?

আসলে অবাক হবার মতোই। কারণ সাকিব সম্ভবত তেমনটাই ভাবেন। কারণ, স্ত্রীর জন্মদিনে নাকি সাকিব তার বাচ্চাদের বলেছেন, ‘তোমাদের মায়ের বয়স হল ২০’।

নিজের ফেসবুক ওয়ালে শিশির লিখেছেন, ‘আমার স্বামী বাচ্চাদের বলেছিল আমার আজ ২০ বছর হল। আমি এটাকে প্রশংসা হিসেবে নেব। আর সব সুন্দর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। সমস্ত ফোন কল এবং মেসেজের জবাব না দিতে পারার জন্য দুঃখপ্রকাশও করেন শিশির।

সাকিবপত্নীর ফেসবুক পোস্ট

বর্তমানে সাকিবপত্নী তার সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। তিনি সেখানকারই নাগরিক।

এদিকে, মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাকিব। দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার যোগও দিয়েছেন তার নির্বাচনী প্রচারে।

এত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্মদিনকে বিশেষভাবে রাঙাতে বিশেষ বার্তা দিয়েছেন ক্রিকেট মাঠের পাশাপাশি এখন রাজনীতির মাঠ মাতানো সাকিব আল হাসান।

/এমএমএইচ

Exit mobile version