Site icon Jamuna Television

আমি-ডামি নির্বাচন করে লাভ হবে না: নজরুল ইসলাম খান

আমি আর ডামি নির্বাচন করে লাভ নেই। জনগণ তা কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতা করতে দেশের মানুষের প্রতি এ আহ্বান জানান বিএনপির এ নেতা।

নজরুল ইসলাম খান বলেন, গত ১৫ বছরে সরকার যে দুর্নীতি আর দুঃশাসন করেছে, তাতে তাদের নিশ্চিতভাবেই জেল খাটতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। আর সেই ভয়েই সরকার একতরফা নির্বাচন করে জোর করে ক্ষমতায় থাকতে চায়।

ভাগবাটোয়ারার নির্বাচন বন্ধ এবং আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিও জানান নজরুল ইসলাম খান।

/এমএন

Exit mobile version