Site icon Jamuna Television

গাজীপুরে দুই মণ গাজা উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুরের পানিশাইল এলাকায় অভিযান চালিয়ে দুই মণ গাজা উদ্ধার করেছে পুলিশ। তবে তারা এঘটনায় কাউকে আটক করতে পারেনি।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গাজীপুরের কাশিমপুর পানিশাইল এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় একটি কক্ষ থেকে ২৬টি বান্ডেলে প্রায় ২মণ গাঁজা উদ্ধার করে। তবে এর আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ও তার স্ত্রী রুমা পালিয়ে যায়।

এঘটনায় গাজীপুরের কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানা গাজীপুরের কাশিমপুর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Exit mobile version