Site icon Jamuna Television

চোট থেকে ফিরেই শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা

ফাইল ছবি

ইনজুরির কারণে চলতি বছরের এশিয়া কাপ মিস করেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়াহিন্দু হাসারাঙ্গা। ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপও খেলতে পারেননি এই লেগস্পিনার। যা ভুগিয়েছে লঙ্কানদের। তবে স্বস্তির খবর ইনজুরি কাটিয়ে উঠেছেন এই অলরাউন্ডার। আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলবে লঙ্কানরা।

এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন হাসারাঙ্গা। শুধু ফিরছেনই না, একেবারে দলপতি হয়েই ফিরছেন দলে। টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে তাকে অধিনায়ক করা হয়েছে। সহকারী করা হয়েছে ইনফর্ম ব্যাটার চারিথ আসালাঙ্কা।

শুধুই টি-২০ নয়, ওয়ানডেতেও সহ-অধিনায়ক করা হয়েছে হাসারাঙ্গাকে। এই ফরম্যাটে লঙ্কানদের নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৮ ও ১১ জানুয়ারি। আর ১৪, ১৬ ও ১৮ জানুয়ারি হবে টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

/এনকে

Exit mobile version