Site icon Jamuna Television

ভোরে কিউইদের বিপক্ষে নামবে বাংলাদেশ

ফাইল ছবি

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগামীকাল (৩১ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিউইদের হারিয়ে বছরের শেষটা রাঙানোর পাশাপাশি প্রথমবারের মতো তাদের মাঠে সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি শুরু হবে ভোর ৬ টায়।

শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড। শনিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের প্রশংসা করে কিউই কোচ গ্যারি স্টেড বলেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো একটা দল। তারা খুব ভালো খেলেছে। নেপিয়ারে আমাদের চাপে রেখেছিল।

এদিকে এই ম্যাচে জয়ের বিষয়ে আশাবাদী টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। তিনি বলেন, চিন্তা ভাবনা আগের ম্যাচগুলোতে যেমন ছিল, এখনও সেটাই আছে। আমরা মনে করি এটা একটা ভালো সুযোগ নিজেদের যতটুকু পোটেনশিয়াল আছে সেটা দেখানোর।

এর আগে, সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে এই ম্যাচ টাইগারদের সিরিজ জয়ের এবং কিউইদের সিরিজ রক্ষার।

/এনকে

Exit mobile version