Site icon Jamuna Television

‘আবরার’ চরিত্রের সাফল্যে ববিকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা

অভিনেতা ববি দেওল। ছবি: হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি মুক্তি পেয়েছে রনবীর কাপুর ও ববি দেওল অভিনীত ছবি ‘অ্যানিমাল’। মুক্তির পরই ছবিটি ঝড় তুলেছে ভারতীয় থেকে শুরু করে বিশ্বের নানা প্রেক্ষাগৃহে। সিনেমায় ‘আবরার’ চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন  ববি দেওল।

ববির অভিনয়ে মুগ্ধ হয়ে নতুন আরেক ছবি তৈরি করতে চলেছেন সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ফ্লিমফেয়ার এ তথ্য জানায়।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেন, আব্রারের উত্থান ও পতন নিয়ে স্পিন-অফ সিনেমা নির্মাণের পরিকল্পনা। ‘অ্যানিমাল’ সিনেমায় রণবীরের সঙ্গে ববির শত্রুতা কীভাবে শুরু হয়, মূলত তাই উঠে আসবে ছবিতে।

প্রতিবেদনে বলা হয়, এই ছবির নায়ক হবেন ববি দেওল। সাথে দেখা যাবে রণবীরসহ আরও অনেকে। উল্লেখ্য, চলতি বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ‘অ্যানিমাল’।

/এআই

Exit mobile version