Site icon Jamuna Television

প্রেমিকাকে হত্যার ৭ দিন পর প্রেমিকের আত্মসমর্পণ

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুর সদর উপজেলায় বটি দিয়ে প্রেমিকার গলা কেটে হত্যার পর বাথরুমে লাশ কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিল প্রেমিক মিরাজ রহমান (১৯)। খুন করার ৭ দিন পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে প্রেমিক মিরাজ। পরে তার দেয়া তথ্যমতে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার ঝর্ণা (১৯) গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী তালতলী এলাকার মুকুল হোসেনের মেয়ে। আটককৃত মিরাজ মির্জাপুর ইউনিয়নের মনিপুর বাজার এলাকার মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়ার সাথে মিরাজের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। নানা বিষয়ে মারিয়ার প্রতি সন্দেহ দেখা দেয় মিরাজের। একপর্যায়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও ঝগড়াবিবাদ হয়। এরই জের ধরে পরিকল্পিতভাবে ২৪ ডিসেম্বর মারিয়াকে বাড়িতে ডেকে নিয়ে যান মিরাজ। পরে মারিয়াকে বটি দিয়ে গলা কেটে মারিয়াকে হত্যা করে মিরাজ।

পরে শনিবার রাতে মারিয়ার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মারিয়া আক্তার ঝর্ণা কে ধারালো বটি দিয়ে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি কুপিয়ে হত্যা করে কাপড় দিয়ে ঢেকে রাখে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এএস/

Exit mobile version