Site icon Jamuna Television

বাবার হাতেই প্রথম মদের গ্লাসে চুমুক দেই, তিনিই ৪টা বয়ফ্রেন্ড রাখতে বলতেন: টুইংকেল খান্না

এক সময়ের সাড়া জাগানো নায়ক, রাজেশ খান্না। মেয়ে টুইংকেল। বয়সের পার্থক্য ৩২ বছরের। তবুও এই বাবা-মেয়ের সম্পর্কের জুড়ি মেলা ভার বলিউডে। সেই সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে টুইংকেল খান্না বলেছিলেন, বাবার হাতেই তিনি প্রথম মদ পান করেছিলেন।

টুইংকেলের ভাষ্য মতে, অনেক বাবা-ই পুত্র সন্তানের আশা করেন। আমার বাবা সেটা করেননি। বরং বাবা, আমার জন্মের পর মাকে বলেছিলেন, এটা তার ৩১ তম জন্মদিনের সেরা উপহার।

বাবা রাজেশ খান্নার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলতে গিয়ে টুইঙ্কল বলেছিলেন, বাবার হাতে প্রথমবার আমি মদ্যপান করেছিলাম, অ্যালকোহলে চুমুক দিয়েছিলাম। স্কচ অন দ্য রকস, যদিও সেটা আমার কাছে সেসময় বেশ ভারি ছিল।

টুইঙ্কল বলেন, তার বাবা তাকে একসঙ্গে ৪টি বয়ফ্রেন্ড রাখার পরামর্শ দিয়েছিলেন। বাবা বলেছিলেন, একসঙ্গে ৪টি বয়ফ্রেন্ড রেখো, তাতে কখনও মনে আঘাত পাবে না। টুইঙ্কল বলেন, যদিও আমি বাবাকে কখনও বলিনি, যদি আমাকে আঘাত করার ক্ষমতা কেউ রাখে, সেটা একমাত্র উনিই, আমার বাবা।

এটিএম/

Exit mobile version