Site icon Jamuna Television

এস কে সিনহার বিরুদ্ধে পাবনা থানায় সাধারণ ডায়েরি

পাবনা প্রতিনিধি
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাবনা পৌর সদরের গোপালপুর মহল্লার খন্দকার আব্দুল মান্নানের ছেলে আওয়ামী লীগ নেতা খ ম হাসান কবির আরিফ আজ মঙ্গলবার দুপুরে এই সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৮৫।

হাসান কবির আরিফ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি।

তিনি জানান, সম্প্রতি যুক্তরাজ্যে এক কনফারেন্সে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন। এতে করে বাংলাদেশ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ও মান ক্ষুন্ন হয়েছে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version