Site icon Jamuna Television

বিএনপি নেতা আলালসহ আটজনের ৩ বছরের কারাদণ্ড

মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: ফাইল

রাজধানীর ধানমন্ডি থানার নাশকতা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ বিএনপি-জামায়াতের আটজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

 রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম পৃথক দুই ধারায় তাদেরকে এ সাজা দেন।

সাজা পাওয়া অন্য আসামিরা হলেন, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও মো. ইব্রাহিম। 

মামলার অভিযোগে জানা যায়, ২০১৩ সালের ডিসেম্বরে ধানমন্ডি থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন।

/এনকে

Exit mobile version