Site icon Jamuna Television

হুতিদের মিসাইল হামলা, ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

লোহিত সাগরে আবারও হুতিদের হামলার টার্গেট হলো পণ্যবাহী জাহাজ। যদিও শনিবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির ছোঁড়া দুটি মিসাইল ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর এপির।

লোহিত সাগরের দক্ষিণ অংশে কনটেইনারবাহী জাহাজ মেয়ারস্ক হাংঝৌকে লক্ষ্য করে ছোঁড়া হয় অ্যান্টি শিপ ব্যালিস্টিক মিসাইল। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে এই হামলা হয়েছে, এমনটা জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড।

আক্রান্ত হওয়ার পর সহায়তা চায় সিঙ্গাপুরের পতাকাবাহী ডেনমার্কের মালিকানাধীন জাহাজটি। এতে এগিয়ে যায় অঞ্চলটিতে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস গ্র্যাভলি ও ইউএসএস লাবুন। হুতিদের ছোঁড়া দু’টি মিসাইল ধ্বংস করে ইউএসএস গ্র্যাভলি।

উল্লেখ্য, লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে সম্প্রতি হামলা বাড়িয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্রগোষ্ঠী হুতি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, গাজায় ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে এই আক্রমণ চালানো হচ্ছে। তারই প্রতিক্রিয়ায় গত ১৮ ডিসেম্বর ১০ দেশের জোট গঠনের ঘোষণা দেয় ওয়াশিংটন। 

/এএম

Exit mobile version