Site icon Jamuna Television

মাকে গুলি করে হত্যা, পালানোর সময়ে আরেক খুন!

নিহত ব্যক্তি জেরি লোপেজ। ছবি: এপি

নিজের মাকে গুলি করে হত্যা করেছে জাস্টিন ডেভিডসন নামে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। বুধবার (২৭ ডিসেম্বর) লাস ভেগাসের এ ঘটনায় নিহত হয় আরও এক ব্যক্তি। খবর এপি ও এনবিসি নিউজের।

শনিবার (৩০ ডিসেম্বর) লাস ভেগাস পুলিশ জানায়, পুলিশের গুলিতে নিহত হয় ওই অস্ত্রধারী। বড় ধরনের রক্তপাত ঘটানোর পরিকল্পনা ছিল ৩৬ বছর বয়সী জাস্টিনের। তার বাড়িতে দুটি স্বয়ংক্রিয় রাইফেল ও বিপুলসংখ্যক গুলি পাওয়া গেছে। পাওয়া গেছে হামলা চালানোর ছকও।

কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ঐ ব্যক্তি। পথে একটি পুলিশের গাড়ি হাইজ্যাক করে জাস্টিন। তার গুলিতে নিহত হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি। নিহত ব্যক্তিটির নাম জেরি লোপেজ (৩৯)। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় অস্ত্রধারী ডেভিডসনের।

সহকারি শেরিফ ইয়াসেনিয়া ইয়াতোমির মতে, জাস্টিন ডেভিডসনের অপরাধের তালিকা লম্বা। মাদক ও অস্ত্রের অভিযোগে একাধিকবার গ্রেফতার হওয়ার রেকর্ড আছে তার। তবে কেন সে তার মাকে হত্যা করল, সে ব্যাপারে কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

/এএম

Exit mobile version