Site icon Jamuna Television

থার্টি ফার্স্ট নাইটে নাশকতা ঠেকাতে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: বিজিবি

থার্টি ফার্স্ট নাইট, নতুন বছর ও নির্বচনে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সাধারণ ফোর্সের পাশাপাশি বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও মাঠে থাকবে বলে জানিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন, আগারগাঁও মেট্রোরেল স্টেশনসহ বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সংস্থাটির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় এবং কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য বিজিবি কাজ করবে। একইসঙ্গে লোকজন যেন ভোট দেয়ার জন্য উৎসাহিত হয় সে বিষয়গুলো নিশ্চিত করবে তারা।

এটিএম/

Exit mobile version