Site icon Jamuna Television

পুঁজিবাজারের সূচক প্রায় স্থবির

এক বছরেরও বেশি সময় ধরে দেশের পুঁজিবাজারের সূচক প্রায় স্থবির হয়ে আছে। বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ফ্লোর প্রাইসে আটকে আছে। সূচকের পাশাপাশি ধারাবাহিকভাবে পুঁজিবাজারে লেনদেন কমছে। চলতি মাসে এর আগের মাসের তুলনায় পুঁজিবাজারের দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৫ শতাংশ।

এক বছরের বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, এ বছরের ডিসেম্বরে ডিএসইতে দৈনিক গড়ে ৪ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। আর আগের মাস নভেম্বরে লেনদেন হয়েছে ৩ কোটি ৯০ লাখ টাকার। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ কোটি টাকা বা ২৫ দশমিক ৬ শতাংশ।

বাজার বিশ্লেষকরা বলছেন, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের কারণে একশ্রেণির বিনিয়োগকারীর মধ্যে কিছুটা আত্মবিশ্বাস ফিরে এসেছে। এতে বাজারে কিছুটা বিনিয়োগ বেড়েছে। যার প্রভাব পড়েছে লেনদেনও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে এখনো অনেক বিনিয়োগকারী বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা এখনই বাজারে বিনিয়োগ না করে সামনে অনুকূল সময়ের জন্য অপেক্ষা করছেন।

এটিএম/

Exit mobile version