Site icon Jamuna Television

পঞ্চগড়ে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ে পৃথক স্থান থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ (ট্যাপেন্ডাডল) দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোধগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে ইমন আলী (২৩) ও পাশ্ববর্তী জেলা ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার কালেশ্বরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে শাহিনুর (২৪)।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী উপজেলায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া মোড়ে সন্দেহজনক গতিবিধির কারণে ইমনকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি বস্তা থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়।

অপরদিকে, বোদা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ময়দানদিঘী ইউনিয়নে অভিযান চালায়। এ সময় শাহিনুরের কাছ থেকে ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টাডল) জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

/আরএইচ

Exit mobile version