Site icon Jamuna Television

গাজা-মিসর সীমান্ত ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা উচিত: নেতানিয়াহু

গাজা-মিসর সীমান্ত এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা উচিত। শনিবার (৩০ ডিসেম্বর) এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার।

গাজা ও অন্যান্য আঞ্চলিক ফ্রন্টে যুদ্ধ অনেক মাস স্থায়ী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, গাজায় অভিযান আরও কয়েক মাস চলবে। যতক্ষণ না হামাসের বিরুদ্ধে জয় হচ্ছে, ততক্ষণ থামবে না তেলআবিব।

নেতানিয়াহু আরও বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা অনেকটাই সফল। তবে চরমমূল্যও দিতে হয়েছে এদেশের মানুষকে। হামাসকে পুরোপুরি ধ্বংস করে তবেই থামবো আমরা। সেনাবাহিনী প্রধানের সাথে কথা হয়েছে আমার। জয় আমাদেরই হবে।

/এএম

Exit mobile version