Site icon Jamuna Television

ওয়ার্নারের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ছবি: সংগৃহীত

গত জুনে অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার জানিয়ে ছিলেন পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে খেলেই ১২ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন।  আগামী বুধবার সিডনিতে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্টে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। 

সিরিজের তৃতীয় টেস্টে জিতে তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি উদযাপন করতে চায় অস্ট্রেলিয়া। এ ব্যাপারে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টেও আমরা একই স্কোয়াড রেখেছি। আমরা ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট ম্যাচটি উদযাপনে উন্মুখ।

সিরিজের প্রথম টেস্টে ৪৫০ রানের টার্গেট তাড়ায় ৮৯ রানে অলআউট হয়ে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টে ৭৯ রানে হেরে যায় বাবর আজমরা। পার্থে সিরিজের প্রথম টেস্টে ১৬৪ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। দুই টেস্টে ২০৮ রান করেছেন তিনি। ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি রাঙাতে চান এই তারকা।

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, নাথান লিয়ন ও মিচেল স্টার্ক।

/আরআইএম

Exit mobile version