Site icon Jamuna Television

শ্রম-আইন লঙ্ঘনের মামলায় রায় আজ, কী আছে ড. ইউনূসের ভাগ্যে?

খালাস পাবেন, নাকি সাজা হবে? কী আছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ভাগ্যে? তা জানা যাবে আজ। বছরের প্রথম দিনের দুপুরে, শ্রম-আইন লঙ্ঘনের মামলায় রায় ঘোষণা করবেন ঢাকার তৃতীয় শ্রম আদালত।

বিদায়ী বছরজুড়েই শ্রম আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে। শ্রম আইন লঙ্ঘনের মামলার কারণে বিদেশের সভা-সেমিনারেও যেতে পারেননি তিনি। সবশেষ ২৪ ডিসেম্বর শ্রম আদালতে নজিরবিহীন ১৩ দিনের দীর্ঘ যুক্তিতর্ক শেষ হয়। এরপর রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। তবে এ রায় ঘিরে দুই পক্ষের প্রত্যাশাই একইরকম, জিতবেন তারা।

দুই পক্ষেরই দাবি, মামলা প্রমাণ করতে পারেনি অপরপক্ষ। ড. ইউনূসের বিরুদ্ধে করা এই মামলার আইনে সর্বোচ্চ সাজা আছে ৩০৩ এর ঙ ধারায় ৬ মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা। একই সঙ্গে ৩০৭ ধারা প্রমাণিত হলে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানার বিধান।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর, শ্রম আদালতে ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চারজনের বিরুদ্ধে মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।

এটিএম/

Exit mobile version