Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় ত্রাণ সহায়তা পাঠাতে চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইন্দোনেশিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া সুনামিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশটিতে ত্রাণ সহায়তা পাঠাতে চায় সরকার। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে প্রধানমন্ত্রীকে ফোন করলে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এ সময় দুই নেতা মধ্যে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে ১০ মিনিট কথা হয়।

শেখ হাসিনা ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় জীবন ও সম্পদহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কি ধরনের সাহায্য প্রয়োজন তা জানাতে বলেছেন তিনি। বাংলাদেশ এ দুর্যোগে ইন্দোনেশিয়ায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামি ও ভূমিকম্পে আট শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

Exit mobile version